ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পেছনে নবজাতকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
আপডেট সময়ঃ
বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
৩৩৭
বার পড়া হয়েছে
64bangla tv news
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পেছন থেকে বুধবার (২৮ অক্টোবর) এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় নবজাতকের মরদেহ পুলিশের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এক সদস্য জানান, বুধবার দুপুরে গ্রন্থাগারের পেছনে গিয়ে তারা নবজাতকের মরদেহটি দেখতে পান। বিষয়টি শাহবাগ থানা-পুলিশ ও প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে জানান। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়।
Leave a Reply