লক্ষ্মীপুরে যুবককে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
-
৬৩৮
বার পড়া হয়েছে
64bangla tv
লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. সোহেল (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বখাটে যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এর আগে রাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মোহন ডা. বাড়ির সামনে তার উপর বখাটেরা হামলা করে বলে অভিযোগ করেন পরিবার। নিহত সোহেল স্থানীয় বাসিন্দা মো. স্বপনের ছেলে ও পেশায় একজন জেলে বলে জানা যায়।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, গত রোববার রাতে স্থানীয় একটি বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে একই এলাকার বখাটে যুবক সুমন, দিদার ও জুয়েলের সঙ্গে বাক বিতণ্ডা হয়। পরে সোমবার রাত ৯টায় স্থানীয় মজু চৌধুরীর হাট এলাকা থেকে বাড়ি ফেরার পথে সোহেলের উপর তারা হামলা চালায়। এসময় তারা লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করলে তার শরীরের বিভিন্ন অংশ আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতিতে ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকায় নেয়ার পথে ভোর রাতে সে মারা যায়।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply