ময়মনসিংহে ছুরিকাঘাত করে এক শিক্ষককে ছিনতাই চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
-
৪৬১
বার পড়া হয়েছে
64bangla tv
ময়মনসিংহ নগরীর জিলাস্কুলের সামনে এক শিক্ষককে ছুরিকাঘাত করে মোবাইল, টাকা পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়া সময় ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৫টার দিকে নগরীর জিলাস্কুলের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে এক শিক্ষক রিকশা করে জিলাস্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন। হাঠাৎ দুই ছিনতাইকারী রিকশার গতিরোধ করে মোবাইল-টাকা পয়সা বের করতে বলে। রাজি না হলে ওই শিক্ষকের হাতে ছুরিকাঘাত করে সবকিছু নিয়ে নেয় ছিনতাইকারীরা। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় দুই যুবকের সহায়তায় ধাওয়াকে জিলা স্কুলের বোর্ডিং মাঠ থেকে দুই ছিনতাইকারীকে আটক করেন ওই শিক্ষক। পরে পুলিশে খবর দিলে এক ঘণ্টা পর এসে তাদের নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, প্রায় সময়ই এই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply