1. site@64bangla.tv : admin64bangla : হেড অব নিউজ
  2. ownreporter1@64bangla.tv : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
ব্যবসায়ীদের দাবি মেনে নিয়ে কেরাণীগঞ্জের গুদারাঘাটে পন্টুণ স্থাপন - ৬৪ বাংলা টিভি
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন

ব্যবসায়ীদের দাবি মেনে নিয়ে কেরাণীগঞ্জের গুদারাঘাটে পন্টুণ স্থাপন

মো.মাসুম
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৫১১ বার পড়া হয়েছে
64bangla tv
64bangla tv
নিরাপদ ও নির্বিগ্নে নৌচলাচলের লক্ষে দক্ষিণ কেরাণীগঞ্জের পূর্ব আগানগরের আলম মার্কেট সংলগ্ন গুদারাঘাট এলাকায় পন্টুন স্থাপন করেছেন বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ। পূর্বআগানগরের বৃহৎ ব্যবসায়ী পল্লীর ব্যবসা বানিজ্যের স্বার্থ সংশ্লিষ্টতা বিবেচনা ও এলাকাবাসীদের দাবির প্রেক্ষিতে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে এলাকায় একটি পন্টুণ স্থাপনের সিদ্ধান্ত নেয় বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ। পূর্বঘোষিত প্রতিশ্রæতি অনুযায়ী নির্ধারিত মেয়াদের আগেই ঘাট এলঅকায় পন্টুণ স্থাপন করায় স্বতি ফিরে পেয়েছেন ঘাট ব্যবহারকারি ব্যবসায়ীমহল। সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। গত কাল সকালে সরেজমিন কেরানীগঞ্জের আলম মার্কেট ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, নিরাপদ নৌ চলাচলের লক্ষে ঘাটে স্থাপন করা হয়েছে একটি পন্টুন। পন্টুন থেকে যাত্রীরা খেয়া নৌকায় চরে নদী পার হচ্ছে। দীর্ঘদিন পরে ঘাট চালু হওয়ায় মাঝিদের মধ্যে বইছে খুশির জোয়াড় । পন্টুনটি দেখতে ভিড় করছে আসে পাশের লোকজন। জানাযায়,নৌ-নিরাপত্তার দাবি তুলে গত ৩ সেপ্টেম্বর বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ প্রান্তের আলম মার্কেট ঘাটসহ দুই তীরের বেশ কয়েকটি ঘাট বন্ধ করে দেয় বিআইডবি¬উটিএ কর্তৃপক্ষ। এতেকরে ব্যাপক সমস্যা দেখা দেয় কেরাণীগঞ্জ থেকে রাজধাণীর বিভিন্ন স্কুল-কলেজে পড়–য়া শিক্ষার্থী, অভিভাবক,ব্যবসায়ী,নৌকা মাঝিসহ হাজার হাজার জনতার। ফলে ঘাট বন্ধের প্রতিবাদে টানা তিনদিন বিক্ষোভ কর্মসূচী পালন করে পূর্ব আগানগরের ওইসব ঘাট ব্যবহারকারি পথচারি-ব্যবসায়ী ও নৌকা মাঝিরা। এসময় অচল হয়ে পরে ওই অঞ্চলের ব্যবসা বানিজ্যসহ সাধারন পথচারিদের যাতায়াতও। খবর পেয়ে ৬ সেপ্টেম্বর শনিবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এসময় তিনি কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে এক জরুরী বৈঠক করেন। বৈঠক শেষে এ বিষয়ে বিআইডবিøউটিএর চেয়ারম্যানের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সৃষ্ট এ সমস্যার একটি সমাধানের আশ^াস দেন তিনি। তার এ আশ^াসের ভিত্তিতে তাৎক্ষণিক আন্দোলন প্রত্যাহার করে নিজ নিজ কর্মস্থলে যোগ দেন আন্দোলনকারিরা। পরবর্তীতে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নেতৃত্বে বিআইডবিøউটিএ’র চেয়ারম্যান গোলাম সাদেক ও যুগ্ন পরিচালক এ কেএম আরিফ উদ্দিনের সাথে এ বিষয়ে এক জরুরি আলোচনায় বসেন উভয় পক্ষের নেতৃবৃন্দ। বিআইডবিøউটিএ’র চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের সাথে এ নিয়ে ব্যাপক আলোচনা করেন তারা। আলোচনায় ব্যবসায়ীদের যৌক্তিক দাবী গুলো পর্যায়ক্রমে বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ বাস্তবায়ন করবেন বলে একমত পোষণ করেএসংক্রান্ত জটিলতা নিরসনে বুড়িগঙ্গা নদীর উভয়তীরে পন্টুন স্থাপনের মাধ্যমে সৃষ্ট সমস্যা সমাধানের আশ^াস দেন। তারই অংশ হিসেবে গতকাল ২৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় আলম মার্কেট ঘাটে নৌকা চলাচলের জন্য একটি পল্টুন স্থাপন করে বিআইডবি¬উটিএ কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মুসলিম ঢালী, যুগ্ম সাধারণ সম্পদক তোফাজ্জল হোসেন, সহসভাপতি মো. সেলিম, সদস্য মো. আতাউর রহমান, আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. মানিক শেখ প্রমুখ। এ প্রসঙ্গে বিআইডবিøউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, খেয়াঘাট জটিলতা নিয়ে গত ৮ সেপ্টেম্বর আমাদের চেয়ারম্যান গোলাম সাদেক স্যারের সাথে স্থানীয় জনপ্রতিনিধি কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ি নতুন পন্টুণ স্থাপন করে আমরা আমাদের প্রতিশ্রæতি রক্ষা করেছি এখন এলঅকাবাসীর দায়িত্ব এর সঠিক রক্ষণাবেক্ষণ করা। আশা করি আধুনিক পন্টুন স্থাপনে দুই তীরের যাত্রীসাধারণের অনেক উপকার হবে। কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী মো.মুসলিম ঢালী বলেন, ঘাটটি বন্ধ হয়ে যাওয়ায় আমাদের ব্যবসায়ীরা বিপাকে পড়ে গিয়েছিল। হুমকীর মুখে পরেছিলা কেরাণীগঞ্জের গার্মেন্টস ব্যবসা। ঘাট বন্ধের প্রভাবে অল্প দিনের ব্যবধানেই অচল হয়ে পড়ে পূর্ব আগানগর ও কালিগঞ্জের ব্যবসার একাংশ। তিনি বলেন,প্রিয় নেতা বিদ্যুৎ , জ¦ালাণী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি মহোদয়ের নির্দেশে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদেও নেতৃত্বে ¦ং তার সঠিক দিক নির্দেশনায় বিআইডবিø¬উটিএ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে পুনরায় ঘাটটি চালু করতে পেরেছি। এ আমাদেও জন্য এক খুশির খবর। এজন্য তিনি পূর্ব আগানগরের ব্যবসায়ী পল্লীর সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে নসরুল হামিদ বিপু , উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও বিআইডবিø¬উটিএ কর্তৃপক্ষসহ সংশ্লি¬ষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, গত বছরও একই প্রক্রিয়ায় ঘাট বন্ধ হয়ে গিয়েছিল, তখনও নসরুল হামিদ বিপু ও শাহীন আহমেদ নৌ-পরিবহন মন্ত্রীর সাথে সরাসরি কথা বলে সৃষ্ট সমস্যার সমাধান করে দেন। এবারও করে দিলেন। ঘাটটি পুনরায় চালু করার জন্য সাংবাদিকরাও তাদের সঠিক লেখনির মাধ্যমে ব্যবসায়ীদের দুর্দশার কথা তুলে ধরেছেন। সেজন্য আমি কেরানীগঞ্জের সব সাংবাদিক ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© ৬৪বাংলা.টিভি, ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By Madina IT