সংসদ সদস্যর গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর
নিজস্ব প্রতিবেদক
আপডেট সময়ঃ
সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
৩৫৮
বার পড়া হয়েছে
64bangla tv
সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর এক কর্মকর্তা ও তার স্ত্রীকে মারধর করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধানমন্ডি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আহত নৌবাহিনী কর্মকর্তা। এ সময় নৌবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা থানায় উপস্থিত ছিলেন।
হাজী সেলিমের গাড়িটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গতকাল রাতে কলাবাগান মোড়ে মারধরের এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তখন গাড়িতে ছিলেন না সংসদ সদস্য হাজী সেলিম। তবে সংসদ সদস্যের স্টিকার লাগানো ছিলো। গাড়িতে হাজী সেলিমের ছেলে ও তার নিরাপত্তারক্ষীরা ছিলেন।
Leave a Reply