আগুনমুখা নদীতে ফেরি চালুর দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
-
৪৪৪
বার পড়া হয়েছে
64bangla tv
পটুয়াখালীর আগুনমুখা নদীতে ফেরি চালুর দাবিতে যোগাযোগ বিচ্ছিন্ন রাঙ্গাবালী উপজেলায় পৃথক দু’টি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে রাঙ্গাবালী উপজেলা প্রেসক্লাবের সামনে ‘রাঙ্গাবালী বাঁশি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক জাওয়াদুল কবির প্রিতম, বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্দার আলম প্রমুখ। তারা বলেন, আমাদের আর কোন মায়ের কোল যেন খালি না হয় সেদিকে নজর দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে খরস্রোতা আগুনমুখা নদীতে যেন একটি ফেরি সার্ভিস চালু করা হয়।
অপরদিকে একই দাবিতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বাহেরচর চৌরাস্তায় ঘণ্টাব্যাপী আরেকটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসব মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার আপামর জনসাধারণ অংশগ্রহণ করেন।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply