মুন্সীগঞ্জে মাদক কারবারি ৭ রোহিঙ্গাসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
-
৪৮২
বার পড়া হয়েছে
64bangla tv
মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুরের একটি বাড়ি থেকে মাদক কারবারি ৭ রোহিঙ্গাসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯শ’ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৯০ হাজার টাকা উদ্ধার করেছে। শনিবার (২৪ অক্টোবর) তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জন রোহিঙ্গা। এর মধ্যে ৬জনই নারী।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে নানা কৌশলে এখানে আসে। এরপর মুক্তারপুরে ইয়াবার একটি চালান বিক্রি করে আরেক চালান বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শনিবার ৭ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। পরে বিষয়টি জানাজানি না করে উত পেতে স্থানীয় এক কারবারি রাজেশকে ধরার পর রোববার (২৫ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের মিডিয়ার সামনে নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply