টেকনাফে ইয়াবা ও নগদ টাকা সহ একজন আটক
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
-
৩৭৫
বার পড়া হয়েছে
coxbazar
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা সহ নবী হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে র্যাব। শনিবার বিকেলে র্যাব-১৫ টেকনাফের উনচিপ্রাং এলাকা থেকে তাকে আটক করে।
র্যাবের দাবি, নবী হোসেনের কাছ থেকে ৪৫ হাজার ৮শ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগর ১৬ লাখ ১৩ হাজার ৬ শ টাকা জব্দ করা হয়েছে। তার নামে টেকনাফ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
র্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় উনচিপ্রাং পাকা রাস্তার কাছে র্যাব সদস্যদের দেখতে পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হাতে থাকা পলিথিন ব্যাগে রক্ষিত ৪৫ হাজার ৮শ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৬ লাখ ১৩ হাজার ৬শ টাকা জব্দ করা হয়।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply