৪০ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে যান চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
-
৪৪৪
বার পড়া হয়েছে
64bangla tv
বৈরী আবহাওয়ার কারণে ৪০ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে যান চলাচল শুরু করেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে লঞ্চ, স্পিডবোটসহ ট্রলার চলাচল শুরু হয়েছে।
তবে নাব্যসংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি দশম দিনের মতো বন্ধ রয়েছে। এদিকে পদ্মা পারাপারের আটকেপড়া নারী শিশুসহ কয়েক হাজার মানুষ এখন গন্তব্যে যেতে শুরু করেছে।
বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, উত্তাল পদ্মায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে লঞ্চ ও স্পিডবোটসহ ছোট ছোট নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। তিনি আরও জানান, এখনও ২ নম্বর সতর্কসংকেত চলছে। কিন্তু নদী অনেকটা শান্ত তাই লঞ্চ ও স্পিডবোটসহ ছোট ছোট নৌযান চলাচল শুরু করা হয়েছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply