সাভারে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সিআরপির সড়ক থেকে মোস্তাফিজুর নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার কাছে থাকা পরিচয়পত্রে দেখা যায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সিআরপি যাওয়ার শাখা সড়কের রক্তাক্ত যুবকের মরদেহ পড়েছিলো। তার বুক, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরে জরুরি সেবায় (৯৯৯) বিষয়টি জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। নিহতের মরদেহের পাশে একটি বস্তাও পড়েছিলো।
Leave a Reply