মেহেরপুরে সমাজসেবা কর্মীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
-
৩৮৪
বার পড়া হয়েছে
64bangla tv
মেহেরপুরে পৌর সমাজসেবার এক মাঠকর্মী ফারুক আহম্মেদকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর থানার পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতরাতে বাড়ি ফেরার পথে শহরের তাঁতিপাড়া এলাকায় পৌর সমাজসেবা অফিসের মাঠকর্মী ফারুক হোসেনের ওপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় তারা। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে গিয়ে ফারুককে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, রাত সাড়ে ১১টার দিকে থানাপাড়া মোড়ের একটি দোকানে চা খেয়ে বাড়ি ফিরছিলেন ফারুক। বাড়ির ঠিক ২০ গজ পূর্বে থানার পাশে কয়েকজন সন্ত্রাসী ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply