ভোলার চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
-
৩১৮
বার পড়া হয়েছে
ভোলার চরফ্যাশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৮টি দোকান ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে ব্যবসায়ীদের দুই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আল-আমিন নামক একটি হোটেলের পেছনে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে হোটেলের লোকজন ও আশপাশের ব্যবসায়ীরা। মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে হোটেলটির আশপাশের দোকানে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ছুটে আসে ঘটনাস্থলে। তারা এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বাজারের প্রায় ৮টি দোকান ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে গ্যাস সিলিন্ডার পাইপ লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply