নড়াইলে হাত-পা বাঁধা অবস্থায় কলেজছাত্রী জীবিত উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
-
৪৮৯
বার পড়া হয়েছে
64bangla tv
নড়াইলে নিখোঁজের ১০ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় এক কলেজছাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে কলেজে কোচিং করতে যান সরকারি ভিক্টোরিয়া কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী । এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। এক পর্যায়ে মেয়েটির মোবাইল ফোন থেকে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একই নম্বর থেকে দ্বিতীয় দফায় ফোন আসে রাত ১০টার দিকে। কথামতো শহরের মাছিমদিয়া সুলতান কমপ্লেক্সের পাশ থেকে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply