অল্পের জন্য বাঁচলেন ৩০০ লঞ্চযাত্রী
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
-
৪৪২
বার পড়া হয়েছে
64bangla tv
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মায় ডুবতে বসা একটি লঞ্চের ৩০০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এম ভি মালেক দরবেশ-১ নামের ওই লঞ্চের যাত্রীদের উদ্ধার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোস্টগার্ড।
বাহিনীটির মিডিয়া কর্মকর্তা হায়াত ইবনে সিদ্দিক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে মাঝিরকান্দি ঘাটে যাওয়ার পথে জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর নিচে ডুবতে বসে লঞ্চটি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন কোস্টগার্ড সদস্যরা। তারা লঞ্চের ৩০০ যাত্রীকেই নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারকৃতদের পরবর্তীতে লঞ্চে করে নিরাপদে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয় বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply