রাজধানীতে ধর্ষণের শিকার ৫ বছরের শিশু
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
-
৪৫৫
বার পড়া হয়েছে
64bangla tv
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের অধ্যাদেশ জারির দিনই ধর্ষণের শিকার হলো মাত্র সাড়ে পাঁচ বছরের শিশু। রাজধানীর পল্লবীতে এ ঘটনায় জিয়াউর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেছেন। মৃত্যুদণ্ডের বিধান যোগ করে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ ২০২০ এর অধীনে এটিই প্রথম মামলা।
পরিবারের স্বজনরা জানান, গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শিশুটিকে ধর্ষণ করে একই ফ্ল্যাটে সাবলেটে থাকা ২৯ বছর বয়সী জিয়াউর রহমান। এ সময় কাজের জন্য বাইরে ছিলো বাবা ও মা। কাজ শেষে ঘরে ফিরে মা শিশুটিকে দেখে তার স্বামীকে জানায়। এরপর বাড়ির পাশের বাজারে থাকা ধর্ষককে গণপিটুনি দিয়ে পল্লবী থানায় সোপর্দ করা হয়।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply