মাদারীপুরে ককটেলসহ ইউপি চেয়ারম্যান আটক
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
-
৩২৮
বার পড়া হয়েছে
Madaripur
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হাওলাদার ও তার ভাই বখতিয়ার হাওলাদারকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে র্যাব।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে শহরের বিসিক শিল্প নগরী এলাকার বাসায় অভিযান চালিয়ে ৪টি ককটেল ও একটি রামদা উদ্ধার করে র্যাব-৮।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার ইফতে খায়রুজ্জামান জানান, আক্তার হাওলাদের ভাই বখতিয়ার হাওলাদার একটি মামলার আসামি। তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে চেয়ারম্যানের বাসায় ককটেল ও দেশীয় অস্ত্র পাওয়া গেছে। এ ঘটনায় বখতিয়ার হাওলাদারকে গ্রেফতারের পাশাপাশি চেয়ারম্যান আক্তার হাওলাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply