ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
-
৫০৭
বার পড়া হয়েছে
B.baria
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হানিফ মিয়া (৩৫) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের একটি ডোবা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হানিফ মিয়াকে কুপিয়ে হত্যা করেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন হানিফ। রাতের বেলা পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানসহ আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তার সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নুরজাহানপুর গ্রামের একটি ডোবায় তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply