মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে বংশালে রিভলবার ও ইয়াবাসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
সোমবার, ১২ অক্টোবর, ২০২০
-
৬২৬
বার পড়া হয়েছে
64bangla tv
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মুকুল জ্যোতি চাকমা এর তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব এস এম শামসুল কবীর এর নেতৃত্বে বংশাল থানাধীন এলাকায় রোববার বিকেলে অভিযান পরিচলনা করে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ও একটি বিদেশি অস্র রিভল বার ও ২৯ রাউন গুলি, একটি ফোন ও ছয় লক্ষ টাকা সহ ফারুক হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ফারুক হোসেন রাজধানী সুপার মার্কেটে কাপড়ের ব্যবসা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মুকুল জ্যোতি চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের একটি দল অভিযান চালিয়ে ফারুকের কাছ থেকে একটি রিভলবার, ২৯টি গুলি, এক হাজার ইয়াবা, ছয় লাখ টাকা উদ্ধার করে। তিনি কাপড়ের ব্যবসার আড়ালে অস্ত্র ও ইয়াবার ব্যবসা করতেন। ফারুক চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো এনেছেন বলে জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে বংশাল থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply