ফেনীতে ট্রেনের ধাক্কায় বাসের তিন যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
রবিবার, ১১ অক্টোবর, ২০২০
-
৩০৮
বার পড়া হয়েছে
64bangla tv
ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
রোববার (১১ অক্টোবর) ভোর সোয়া ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
পুলিশ জানায়, চাঁপাইনবাগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল যাত্রীবাহি একটি বাস। ভোররাতে গেট নামানো না থাকায় গাড়িটি ফতেহপুর রেলক্রসিংয়ে উঠে পড়ে। সেসময় চলে আসে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি লোকাল ট্রেন। একপর্যায়ে বাসকে ধাক্কা দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যায় কিছুদূর। এতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। পরে ঘটনাস্থল থেকে তিন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সরিয়ে নেয়া হয় দুর্ঘটনাকবলিত গাড়িটি। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে পলাতক গেটম্যান।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply