নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
রবিবার, ১১ অক্টোবর, ২০২০
-
৩৯০
বার পড়া হয়েছে
64bangla tv
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাইয়ের হাতে বড় ভাই মো.ইমাম হোসেন (৬৫) খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে নেত্রকোনার পূর্বধলার পাইকুড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলার পুইকুড়া গ্রামের ইমাম হোসেনের সঙ্গে তার আপন তিন সহোদর আমজাদ হোসেন,আহম্মদ হোসেন ও মোহাম্মদ হোসেনের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। রোববার দুপুর একটার দিকে ইমাম হোসেন ও তার ছেলে সোহরাব হোসেন বাড়ির পাশে জঙ্গলে বাঁশ কাটতে যান। এ সময় আমজাদ হোসেন ও আহম্মদ হোসেন তাদের বাঁধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আপন সহোদরদের আঘাতে বড় ভাই ইমাম হোসেন ঘটনাস্থলে মারা যান। আর ইমাম হোসেনের ছেলে সোহরাব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply