ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শনিবার, ১০ অক্টোবর, ২০২০
-
৫০৭
বার পড়া হয়েছে
B.baria
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া-বাড়ৈউড়ার মাঝামাঝি স্থানে মো. আবদুল হাই (১৭) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। শুক্রবার (০৯ অক্টোবর) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সরাইল বিশ্বরোড মোড় থেকে যাত্রীবেশে অটোরিকশাটিকে ভাড়া করে ৪ জন ছিনতাইকারী। পরে বিশ্বরোড মোড় থেকে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে বাড়ৈউড়ায় যাওয়ার পথে গোগত নামক স্থানে যাত্রীবেশে ওই ছিনতাইকারীরা চালক মো.আবদুল হাইকে ধারালো অস্ত্র দ্বারা গলায় ছুরিকাঘাত করে তার রিকশাটি ছিনিয়ে নেয়। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় চালক আব্দুল হাইকে উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে তার আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে জেলা সদর হাসপাতাল প্রেরণের পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply