ধানক্ষেত থেকে ৩য় শ্রেণির স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
-
৫৫৯
বার পড়া হয়েছে
64bangla tv
সাতক্ষীরায় ধানক্ষেত থেকে হৃদয় মন্ডল নামে (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ঝিটকা গ্রামের বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে খেলা করছিল শিশু হৃদয় মন্ডল। হঠাৎ সেখান থেকে নিখোঁজ হয় সে। এরপর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ দেখে বাড়িতে খবর দেয়।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply