কক্সবাজারে হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
-
৫৩২
বার পড়া হয়েছে
coxbazar
কক্সবাজারে হোটেল থেকে এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হোটেল মোটেল জোনের ‘ইকরা বিচ’ হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ। হোটেলের রেজিস্টার অনুযায়ী তরুণীর নাম সাথী আক্তার (১৯)। পিতা- খাইরুল ইসলাম পলাশ। জেলা- বরগুনা। মেয়েটির সাথে তার স্বামী অর্ণব শেখসহ ৮ অক্টোবর সকাল ১০টায় হোটেলটিতে ওঠেন।
পুলিশ জানায়, তার স্বামী এখন পলাতক রয়েছে। কোর্ট ম্যারেজ করে এফিডেভিট সূত্রে বিগত ১৩ দিন আগে তাদের বিয়ে হয়। স্বামী অর্ণব শেখ ফরিদপুর কোতোয়ালির ওলিপুর বাসিন্দা ফরিদ শেখের ছেলে বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনিরুল গীয়াস জানান, হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি এখনো কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে রয়েছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply