মানিকগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
বুধবার, ৭ অক্টোবর, ২০২০
-
৪৮৮
বার পড়া হয়েছে
Manikgonj
মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চলে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বর্তমানে শিশুটি মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত শনিবার সকালে হরিরামপুর উপজেলায় পদ্মার চরাঞ্চলে এই ঘটনা ঘটলেও শিশুটিকে
হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার দুপুরে।
নির্যাতনের শিকার ওই শিশুর নানি জানান, শিশুটির মা বিদেশে থাকেন। বাবা থাকেন
ফরিদপুরে। শিশুটি তার কাছেই থাকেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশী শেখ
ছামিদের ছেলে শেখ জামির (৪৫) তার শিশু নাতনীকে বাড়িতে ডেকে নিয়ে কৌশলে ধর্ষণ
করে। ধর্ষণ শেষে ওই শিশুর হাতে ৫ টাকা ধরিয়ে দিয়ে বাড়িতে পাঠায়।
তিনি জানান, বাড়িতে এসে কান্না করতে থাকলে নানীর জিজ্ঞাসাবাদে নির্যাতনের ঘটনা জানান শিশুটি। পরে অভিযুক্ত জামিরের বাবাকে ঘটনা জানালে তিনি সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। কিন্তু তিন দিনেও বিচার না পেয়ে ঘটনা স্থানীয় মেম্বারকে জানানো হয়। পরে মেম্বার তাকে চিকিৎসা ও থানায় জানাতে বলেন।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply