নওগাঁয় নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
বুধবার, ৭ অক্টোবর, ২০২০
-
৪৩৮
বার পড়া হয়েছে
64bangla tv
নওগাঁয় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে নাহিদ হাসান (২৬) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার চক-রামচন্দ্র গ্রামের একটি ডিপ টিউবওয়েল সংলগ্ন ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন জানান, মঙ্গলবার রাতে একটি ধানের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে নাহিদ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। এ বিষয়ে নিহতের চাচাতো ভাই সজীব একটি সাধারণ ডায়েরি করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য সকালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply