বেনাপোলে ৪কেজি গাঁজাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
সোমবার, ৫ অক্টোবর, ২০২০
-
৩৭৯
বার পড়া হয়েছে
64bangla tv
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৪০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ ফয়সাল নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৫ অক্টোবর) সকাল ৮টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর থেকে পোর্টথানা পুলিশ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে মাদকের একটি চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করবে। এমন সংবাদে পুলিশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। একপর্যায়ে ভারত থেকে মাদকের চালান প্রবেশকালে ধাওয়া করে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৪০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply