সাতক্ষীরায় ভবনের ছাদ ধসে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
রবিবার, ৪ অক্টোবর, ২০২০
-
৪৬৮
বার পড়া হয়েছে
64bangla tv
সাতক্ষীরায় পরিত্যক্ত স্কুল ভবন ভাঙার সময় ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী পিএন হাই স্কুলের পরিত্যক্ত একটি ভবনের ছাদ ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আলাউদ্দিন। সে শহরের সুলতানপুর এলাকায় আব্দুল মজিদ সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের টেন্ডার হওয়া একটি পরিত্যক্ত ভবন অপসারণের জন্য ছাদ ভাঙার কাজ চলছিল। এ সময় ছাদের একটি অংশ ধসে পড়ে দুই শ্রমিক তার নিচে চাপা পড়ে। অপর এক শ্রমিক ছাদের উপর থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply