পাবনায় ৩ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শনিবার, ৩ অক্টোবর, ২০২০
-
৪০৯
বার পড়া হয়েছে
64bangla tv
পাবনার ঈশ্বরদীর রূপপুর থেকে ৩ হাজার ৭শ’ ৩০ পিস ইয়াবা ট্যাবেলটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। ধৃত মাদক ব্যবসায়ী নাম আলম মোল্লা (৩৯)।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুরে র্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে জেলার ঈশ্বরদী থানার রূপপুর সাঁকোরমুখ মোড় এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, আলম মোল্লা দেশের চিহ্নিত মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় কেনা বেচা করে আসছিল। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply