ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শনিবার, ৩ অক্টোবর, ২০২০
-
৪৮৯
বার পড়া হয়েছে
64bangla tv
ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উলফাত আরা তিন্নি (২৪) রহস্যজনকভাবে আত্মহত্যা করেছে। পরিবারের অভিযোগ, বড় বোনের সাবেক স্বামীর নির্যাতনের শিকার হয়ে লজ্জায় আত্মহত্যা করেছে সে।
বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিন্নি। শুক্রবার দুপুরে তার লাশের ময়নাতদন্ত করানো হয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় শৈলকুপা থানা পুলিশ ৪ জনকে আটক করেছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে শৈলকুপা থানার পরির্দশক (তদন্ত) মহসীন আলী বলেন, স্বজনরা রাতেই তিন্নিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালেই ছুরতহালসহ ময়নাতদন্ত করানো হয়েছে। সন্ধ্যায় গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে তবে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। থানায় মামলার দায়ের প্রস্তুতি চলছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply