কুলিয়ারচরে ৫৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
-
৪০৫
বার পড়া হয়েছে
64bangla tv
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫৭৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী নাসিননগর উপজেলার গলনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের মিজান মিয়ার ছেলে মো.রোমান (২০)। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার এক সহযোগী পালিয়ে যায়।
শুক্রবার (২ অক্টোবর) কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার-ওসি একেএম সুলতান মাহমুদ এ ব্যাপারে বলেন, তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। বিকেলে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বলেন,মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply