নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
-
৪২০
বার পড়া হয়েছে
64bangla tv
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়া এলাকায় নিখোঁজ স্বামীকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ।
রোববার রাতে ওই এলাকায় একটি চারতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। সোমবার রাতে মহসীন ও রমজান নামে দুইজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন ওই গৃহবধূ।
মামলায় এজাহারে তিনি উল্লেখ করেন, রোববার বিকেলে তার শিশু সন্তানকে নিয়ে স্বামীর খোঁজে বাসা থেকে বের হন তিনি। রাত সাড়ে ৮ টায় তার স্বামীর বন্ধু মহসিনের সঙ্গে সাহেবপাড়া বাজার এলাকায় দেখা হলে সে জানায় তার স্বামী কোন বাড়িতে আছে তা সে জানে। এসময় গৃহবধূ স্বামীর খোঁজে তার সাথে জসিমের নবনির্মিত চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে যান এবং ধর্ষণের শিকার হন।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply