রংপুরে ১০০ বছরের রেকর্ড ভাঙ্গা বৃষ্টি হয়েছে
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
-
৬১৭
বার পড়া হয়েছে
64bangla tv
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত রংপুরে রেকর্ড ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ড ও জেলার আট উপজেলার অধিকাংশ এলাকা হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায়।
আবহাওয়া অফিস জানিয়েছেন, ১৪ ঘণ্টায় রংপুরে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা গত ১০০ বছরের রেকর্ড। এতে দেড় লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টিপাত থাকবে আরো দুয়েকদিন। টানা বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লায় হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। অধিকাংশ বাড়ি-ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছে মানুষ। অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে শ্যামা সুন্দরী ও কেডি খাল। ভেঙে পড়েছে নগরীর ড্রেনেজ ব্যবস্থা। নিষ্কাশনের সুযোগ না থাকায় পানিতেই চলছে যাতায়াত। নিচু এলাকার হাজারো পরিবার বাড়িঘর ছেড়ে বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply