নড়াইলে আরিফ খন্দকার নামে এক বালু ব্যবসায়ীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের হামলায় সংকটাপন্ন আরিফকে চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে তিনি মারা যান।
শনিবার রাত ১১টার দিকে কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। খুনের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রিপন চঁন্দ্র সরকার জানান, আরিফ রাত ৮টার দিকে বাড়ির পাশের মোড়ের দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে রাত ১১টার দিকে গ্রামের বাবুল মোল্যার বাড়ির সামনে নড়াইল-পিরোলী সড়কে তিনি হামলার শিকার হন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর যখম করে ফেলে রেখে যায়। এ সময় আরিফের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। পরে খুলনা নেয়ার পথে তিনি মারা যান।
Leave a Reply