কুমিল্লায় ৭ কোটি ২৭ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
-
৩৮০
বার পড়া হয়েছে
64bangla tv
কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবি কর্তৃক জব্দকৃত ৭ কোটি ২৭ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।
রোববার সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় বিজিবি কুমিল্লা সদর দফতরের শালবন মাল্টিপারপাস হল সংলগ্ন মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন।
১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বি জানান, ভারত সীমান্তবর্তী কুমিল্লার বিভিন্ন এলাকায় গত ১ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ে জব্দকৃত ৭ কোটি ২৭ লাখ ৩৩ হাজার ৭২০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ভারতীয় ফেনসিডিল, গাঁজা, মদ, ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন অবৈধ ট্যাবলেট বিভিন্ন ধরণের মাদকদ্রব্য।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply