সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৫ জেলে আটক
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
-
৩৯২
বার পড়া হয়েছে
64bangla tv
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহীনে অবৈধ ভাবে মাছ ধরার সময় একটি ট্রলার, জাল ও মাছসহ ৫ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সুন্দরবনের ৫৪নং কম্পার্টমেন্টের আওতায় কয়লা- বেয়ালা খাল থেকে তাদের আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন- বাগেরহাট জেলার কচুয়া থানার বগা গ্রামে মকবুল শেখের ছেলে আনিস শেখ, একই এলাকার মুন্না হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার, রামপাল থানার পেড়িখালি গ্রামে আজগার গাজীর ছেলে আলমগীর গাজী ও একই এলাকার তারিক শেখের ছেলে ওহিদুল শেখ ও খুলনা জেলার ফুলতলা থানার রুস্তম শেখের ছেলে রবিউল শেখ।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় বনবিভাগের সদস্যরা সকালে গহীন সুন্দরবনের কয়লা- বেয়ালা খাল থেকে থেকে একটি ট্রলার, মাছ ধরা জাল, প্রায় ২০ কেজি মাছ ও আনুষঙ্গিক মালামালসহ উক্ত ৫ জেলেকে আটক করে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply