ঝিনাইগাতীতে ঘুর্নীঝড়ে গুড়িয়ে দিলো দুই বিধবা নারীর বসৎঘর
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
-
৫০৯
বার পড়া হয়েছে
64bangla tv
শেরপুরের ঝিনাইগাতীতে ঘুর্নীঝড়ে গুড়িয়ে দিয়েছে দুই বিধবা নারীর বসৎঘর। ওই দুই নারী হলেন, উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের স্ত্রী সহরভানু ও মৃত আঃ জুব্বারের স্ত্রী মাজেদা বেগমের। ঘটনাটি ঘটে ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে। স্হানীয়বাসিন্দারা জানান, বিকাল সাড়ে ৪ টার দিকে ঝড়ের সাথে পচন্ড ব্যাগে বয়ে যাওয়া ঘুর্নীঝড়ে ওই দুইটি বাড়িসহ আশপাশের এলাকার বেশকিছু গাছপালা বিধ্বস্ত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুইটি পরিবার খোলা আকাশের নিচে আবস্হান করছিল। খবর পেয়ে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিষ্টার ওই দুই পরিবারকে ব্যাক্তিগত তহবিল থেকে ৪ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেন। এছাড়া আর কেউ তাদের খুজ-খবর নেয়নি। হতদরিদ্র বিধবা নারীর বসৎঘর বিধ্বস্ত হওয়ায় দিশেহারা হয়ে পরেছে পরিবার দুইটি।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply