ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চোরের ছুরিকাঘাতে প্রবাসী নিহত
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
-
৪৬১
বার পড়া হয়েছে
B.baria
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চোরের ছুরিকাঘাতে সোহাগ মিয়া (৩৮) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে কুমিল্লার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে মুখে কাপড় বেঁধে চোর চুরির উদ্দেশ্যে বাড়ির ভেতরে ঢুকে। সোহাগ টের পেয়ে চোরকে ধাওয়া করে ধরে ফেলেন। এই সময় ওই চোরের সাথে তার হাতাহাতির এক পর্যায়ে চোর সোহাগকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লায় পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সোহাগ মিয়া মারা যান।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply