ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
-
৪৯১
বার পড়া হয়েছে
64bangla tv
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আউশিয়া গ্রামে নিখোঁজের চারদিন পর সুজন হোসেন (২০) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ওই গ্রামের ধান ক্ষেতের সেচ পাম্পের ঘর থেকে মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে বাড়ি থেকে জমিতে দেয়ার জন্য সার কেনার জন্য শৈলকূপা বাজারে যান সুজন হোসেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শৈলকূপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্বজনরা। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার পরপরই সাকিব ও নাজমুল নামে দুইজনকে আটক করে। পরে হৃদয় নামে আরও একজনকে আটক করে। তার দেয়া তথ্য মতে লাশ উদ্ধার করে পুলিশ।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, কিছু কিশোর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তারা টাকার জন্য এ ঘটনা ঘটাতে পারে।
নিহতের স্বজনরা জানান, শৈলকূপার হাজামপাড়ার রাকিব নামের এক যুবকের কাছে সুজন টাকা পেত। রোববার বিকেলে শৈলকূপা বাজারে সার কেনার সময় রাকিবের ছোট ভাই সাকিব টাকা দেয়ার কথা বলে মোটরসাইকেলে সুজনকে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply