কেরাণীগঞ্জর বেদে সম্প্রদায়ের পাশে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি
মো,মাসুম
-
আপডেট সময়ঃ
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
-
৫৬২
বার পড়া হয়েছে
64bangla tv
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের তান্ডবলীলায় কর্মজীবন যেখানে থমকে দারিয়েছে,সেই দুর্যোগ মোকাবেলায় কেরাণীগঞ্জ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট(এ.এলআরডি)’র সহযোগিতায় ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণ কেরাণীগঞ্জের ইকুরিয়া বেদে বস্তি এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসময় বেদে পল্লীর ৪০টি পরিবারেরকে খাদ্য সহায়তা হিসেবে নয় কেজি চাল,দেড় কেজি ডাল, দেড় কেজি ভোজ্য তেল,আড়াই কেজি আলু,এক কেজি চিনি, এক কেজি লবন ও দুটি করে হাত ধোয়ার সাবান প্রদান করা হয়।
কেরাণীগঞ্জ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি খন্দকার ফজিলাতুননেছার নেতৃত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সংগঠনের নির্বাহী কর্মকর্তা সৈয়দা শামীমা সুলতানা,ইকুরিয়া বাইদা পট্টি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো.ফারুক,আফরোজা ইকবাল,চঞ্চলা বর্মন,বীণা রাজবংশী,আনিকা বর্মন,সুইটি হালদার প্রমুখ।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply