নরসিংদীর রায়পুরার মেঘনায় নৌকাডুবে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
-
৪৬৩
বার পড়া হয়েছে
64bangla tv
নরসিংদীর রায়পুরার মির্জারচরের মেঘনার শাখা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবে উজ্জ্বল মিয়া (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এ নৌকাডুবির ঘটনা ঘটেছে।
মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো.দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রাম থেকে একটি জেলে নৌকায় ৭ জন যাত্রী নিয়ে রোববার রাতে মির্জারচর ইউনিয়নে ফিরছিল। মির্জারচর এলাকার মেঘনার শাখা নদীতে পৌঁছার পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করেন। উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হাসপাতালে নেওয়ার পথে উজ্জ্বল মিয়া নামে একজনের মৃত্যু হয়। হতাহতরা সবাই মির্জারচর ইউনিয়নের বাসিন্দা।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply