টাঙ্গাইলে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
-
৩৯১
বার পড়া হয়েছে
Tangail
টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ফারুক হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল চারটার সময় উপজেলার চাকন্ড তকিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, ওই যুবককে একই গ্রামের মুদি ব্যবসায়ী সামান আলী তার ঘরের মিটারের অবৈধ সংযোগ দেওয়ার জন্য ডেকে নিয়ে যায়। তারপর তাকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য খুঁটির উপরে তুলে দেন। সেখানে সংযোগ দেয়ার সময় বিদ্যুতের ২৩০ ভোল্টের তারের সাথে সাথে আটকা পড়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান ফারুক।
মধুপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বিপ্লব কুমার জানান, পল্লী বিদ্যুতের খুঁটিতে অবৈধভাবে চোরাই সংযোগ দেওয়া যা সম্পূর্ণ বেআইনি ঘটনা। এ ঘটনায় সঠিক বিচার হওয়া দরকার।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply