গোপালগঞ্জে ডাম ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক আলাউদ্দিন (২২) ঘটনাস্থলেই নিহত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি খুলনার বয়রা এলাকায়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মলয় রায় জানান, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে।
Leave a Reply