ঝালকাঠিতে নাতীকে বাঁচাতে আসায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে হত্যা
রিপোর্টারের নামঃ
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
-
৫৫৩
বার পড়া হয়েছে
64bangla tv
ঝালকাঠির স্বরুপকাঠি সীমান্তবতী এলাকায় নাতীকে বাঁচাতে এসে বৃদ্ধ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুল ইসলাম মোল্লাকে হত্যার অভিযোগ উঠেছে। ঝালকাঠি-স্বরুপকাঠি সড়কে অটো ও ম্যাজিক গাড়ি চলাচলকে কেন্দ্র সংর্ঘষ বাঁধলে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।
এ ঘটনায় সড়কে গাছ ফেলে অবরোধ করে রাখে একটি পক্ষ। ঘটনাস্থলে স্বরুপকাঠি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে রয়েছে।
এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে অটো ও ম্যাজিক গাড়ির যাত্রী উঠা-নামা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে রাতে স্বরুপকাঠি উপজেলার ম্যাজিক গাড়ির ড্রাইভাররা সংঘবদ্ধ হয়ে ঝালকাঠি ও স্বরুপকাঠির সীমান্তবর্তী পূর্ব জৌসার গ্রামে এসে ঝালকাঠির অটো ড্রাইভার মামুনের উপর হামলা চালায়। এসময় মামুনকে ধরে ম্যাজিক গাড়িতে উঠিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় নাতী মামুনকে বাঁচাতে আসলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুল ইসলাম মোল্লা (৬৫) ও তার ভাই জাবেদকে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় নূরুল ইসলামকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply