খুলনার কয়রায় সাংসদ আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুর করোনা থেকে মুক্তির জন্য ছাত্রলীগের দোয়া মাহফিল
মোঃ শাহিদুল ইসলাম
-
আপডেট সময়ঃ
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
-
৬৮২
বার পড়া হয়েছে
64bangla tv
সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু কোভিড -১৯ আক্রান্ত হওয়ায় করোনার হাত থেকে রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থণা এবং মিলাদ মাহফিলের আয়োজন করে কয়রা উপজেলা ছাত্রলীগ। সোমবার ( ৭ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে এ রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমিরুল হক বাদলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী ,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নিলিমা চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ গাজী, গনেশ চন্দ্র মন্ডল,উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা, ফেরদাউস, রিজভী, বিল্লু,রাজা, শান্ত, মেহেদী, জুবাইয়ের, মুক্তারুল, এ সময় বক্তারা বলেন, দেশের চলমান করোনা পরিস্থিতির শুরু থেকে ও করোনার মধ্যে আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকায় রাত দিন অবস্থান করে জীবনের ঝুকি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সাংসদ আক্তারুজ্জামান বাবু সরকারি ও ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম নিজে উপস্থিত থেকে বেঁড়িবাঁধ সংস্কারসহ দলীয় ও সামাজিক কাজ খাদ্য সমস্যাসায় থাকা মানুষের খাদ্য সরবরাহ এবং চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন সেবায় জীবনের ঝুকি নিয়ে সর্বদায় মানুষের পাশে ছিলেন।দোয়া ও মিলাদ মাহফিলে সাংসদ বাবু’র রোগ মুক্তি ও দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় সংক্রমিত হয়েছেন কিনা তা পরিক্ষার জন্য ৩ সেপ্টেম্বর পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন পরদিন শুক্রবার ৪ সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা প্রতিবেদনে পজিটিভ বলে ইল্লেখ করা হয়। ৭ সেপ্টেম্বর সকালে খালিশপুরস্থ তিতুমীর নৌ ঘাঁটি থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয় । বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply