ব্রাহ্মণবাড়িয়ায় তারেক নামে ফল বিক্রেতা ছুরিকাঘাতে নিহত
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
-
৪৮২
বার পড়া হয়েছে
B.baria
ব্রাহ্মণবাড়িয়ায় ফল বিক্রেতার ছুরিকাঘাতে তারেক (১৫) নামে আরেক ফল বিক্রেতা নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বরোড মোড়ে ফল বিক্রি করেন তারেক। তার দোকানের পাশে আরও কয়েকটি দোকান রয়েছে। বিকেলে একজন ক্রেতা ফল কিনতে গেলে তারেক ও তার পাশের দোকানের ফল বিক্রেতা মনির ক্রেতাকে ডাকাডাকি করেন।
এই নিয়ে তারেক ও মনিরের মধ্যে বাকবিতণ্ডা হয়। অন্য দোকানদাররা বিষয়টি মিমাংসা করে দেন। এরপর সন্ধ্যায় তারেকের বাবা সোবহান মিয়া দোকানে গেলে বিষয়টি নিয়ে আরেক দফা বাকবিতণ্ডা হয়। এর জের ধরে মনির তার লোকজন নিয়ে তারেককে ছুরিকাঘাত করে।
পরে গুরুতর আহত অবস্থায় তারেককে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মারা যায় সে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply