বুড়িগঙ্গা নদী পরিস্কার অভিযানের বর্জ্য অপসারণ
মো.মাসুম
-
আপডেট সময়ঃ
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
-
৭৬৬
বার পড়া হয়েছে
64bangla tv
দখল ও দূষণে অস্তিত্ব সঙ্কটে রয়েছে বুড়িগঙ্গা । নদী বাচাঁন দেশ বাচাঁন এ শ্লোগানকে কেন্দ্র করে বুড়িগঙ্গানদী পরিস্কার অভিযানে নামে বিআইডবিøউটি এর কর্মকর্তরা। অভিযানের জমিয়ে রাখা ময়লা আবর্জনা কালিন্দী ইউনিয়নের বড়িশুর এলাকায় ময়লার স্তুপের পাহারের পরিনত হয়েছে। এতে করে দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের বাসিন্দাসহ পথচারিরা। এ সঙ্কট দূর করতে উপরোক্ত ময়লা নিদিষ্ট স্থানে রাখোর পদক্ষেপ নিয়েছেন স্থাণীয় ইউপি চেয়ারম্যান হাজী মো.মোজাম্মেল হোসেন। আজ মঙ্গল বার সরেজমিনে গিয়ে দেখা যায় তিনি উপস্থিত থেকে এই ময়লার অপসারণের কাজ শুরু করেন। এসময় তার পাশে থেকে অপসারণের কাজে সোহযোগিতা করছেন স্থানীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো.জাহিদ হাসান রনি। চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বলেন, কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের দিক নির্দেশনা অনুযায়ী কালিন্দী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন,এলাকা ও এলাকাবাসীর স্বাস্থ্য ও পরিবেশের কথা চিন্তাকরে গ্রীণ এন্ড ক্লিন কেরাণীগঞ্জ প্রকল্পের আওতায় পরিচ্ছন্ন কেরাণীগঞ্জ গড়ার অংশ হিসেবে উদ্যোগ গ্রহন করেছি।
বড়িশুর এলাকার বাসিন্দা মো.কামাল হোসেন বলেন এর আগেও বেশ কয়েকবার বুড়িগঙ্গা তীরের বর্জ্য অপসারনের কাজ পরিচালনা করা হয়েছে। তবে এবারের মত এত পরিচ্ছন্ন কাজ আমরা কখনওই দেখিনি। তিনি বলেন এখন এটি ধরে রাখতে হবে। যাতেকরে ভবিষ্যতে আর কেউ বুড়িগঙ্গা তীরে বর্জ্য ফালাতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়াতে হবে। তবেই দুর্গন্ধমুক্ত পরিবেশে বুড়িগঙ্গার পারের জনসাধারণ তাদের যাবতীয় কার্যাদি সম্পন্ন করতে সক্ষম হবেন।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply