নিখোঁজের ১৬ ঘণ্টা পর ২ শিশু উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
-
৪২৮
বার পড়া হয়েছে
64bangla tv
হিলিতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর দুই শিশুকে উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে পার্শ্ববর্তী থানা নবাবগঞ্জের চড়ারহাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গতকাল বৃহস্পতিবার হিলির নওপাড়া গ্রামে বেলা ১১ টার সময় তারা দোকানের যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত তারা বাড়ি ফিরে না আসলে তাদের বাবা-মা এলাকা সহ আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজাখুঁজি করে। তাদের সন্ধান না পাওয়ার পর রাতে থানায় এসে আমাদের অভিযোগ করে। তাদের অভিযোগের ভিত্তিতে এবং নিখোঁজ মেয়েদের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পার্শ্ববর্তী নবাবগঞ্জ থানার সহযোগিতায় নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে রাত ৩ টায় তাদের উদ্ধার করি। উদ্ধারকৃত দুইজন শিশুকে তাদের অবিভাবকদের হাতে তুলে
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply