মাদারীপুরে পদ্মায় বিলীন আরেকটি দোতলা স্কুল
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
বুধবার, ১৯ আগস্ট, ২০২০
-
৫১০
বার পড়া হয়েছে
Madaripur
মাদারীপুরে রাতের আঁধারে পদ্মার গ্রাসে আরেকটি দোতলা স্কুল ভবন নদীতে বিলীন হয়ে গেছে।
মঙ্গলবার রাতে শিবচরের চরাঞ্চলের বন্দরখোলা ইউনিয়নের কাজীরসুরা ২৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতল ভবন ও সাইক্লোন শেল্টারটি নদীতে বিলীন হয়ে যায়। এখনো এলাকায় ভাঙন ঝুঁকিতে রয়েছে কমিউনিটি ক্লিনিক, বন্দরখোলা ইউনিয়ন পরিষদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
ভাঙন এলাকায় গিয়ে দেখা গেছে, গত কয়েক দিন ধরে পদ্মা নদীর পানি কমায় শুরু হয়েছে ভাঙন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিক ভাঙন ভয়াবহ রূপ নেয়। কাজীরসুরা ২৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীতে বিলীন হয়ে যায়। স্কুলটিতে লেখাপড়া করতো ২শ’ শিক্ষার্থী। এটি চরাঞ্চলের সাইক্লোন শেল্টার হিসেবেও ব্যবহৃত হতো। স্কুলটি নদীতে বিলীন হওয়ায় লেখাপড়া হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা পড়েছেন দুশ্চিন্তায়।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply