ভূমি ব্যবস্হাপনা ও ইনফরমেশন টেকনোলজি প্রয়োগ শীর্ষক চার দিনব্যাপি প্রশিক্ষন কোর্সের উদ্ধোধন
ফয়েজ আহমেদ
-
আপডেট সময়ঃ
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
-
৫৩২
বার পড়া হয়েছে
64bangla tv
“ভূমি সেবা হচ্ছ ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৮ আগষ্ট, পটুয়াখালীর দশমিনা উপজেলায়,উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে ভূমি ব্যবস্হাপনা ও ইনফরমেশন টেকনোলজি প্রয়োগ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষন কোর্সের শুভ উদ্ববোধন করেন-পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। একই সময় বাংলাদেশে ৪৯১টি উপজেলায় ই-নথি কার্যক্রমে ২য় এবং বরিশাল বিভাগ ও পটুয়াখালী জেলার মধ্যে ১ম স্থান অধিকার করায়, ইউএনও তানিয়া ফেরদৌসকে সম্মাননা স্বারক এবং তার অফিসের সিএ কাম ইউডিএ মুহঃ শাহাবুদ্দিন আহমেদ মুন্সি, ই-নথিসহ অফিশিয়াল কাজে বিশেষ দক্ষতার স্বাক্ষর রাখায়,তাহাকে বিশেষ পুরস্কার স্বরুপ ক্রেষ্ট তুলে দেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথি হিসাবে উপসস্থিত ছিলেন,মোঃ হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ভারপ্রাপ্ত),পটুয়াখালী। মোঃ জসীম অফিসার ইনচার্জ দশমিনা থানা , এ্যাড.ইকবাল মাহামুদ লিটন সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ দশমিনা ও চেয়ারম্যান দশমিনা সদর ইউনিয়ন পরিষদ । ডা.সামসুরন্নাহার খান ডলি মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ দশমিনা,মোঃনাসির উদ্দিন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ দশমিনা । আরো উপস্হিথ ছিলেন তিন উপজেলা থেকে আগত ২৮ জন প্রশিক্ষনার্থী গন। এদের মধ্যে দশমিনা উপজেলার ১০ জন,গলাচিপার,১২ জন এবং কলাপাড় উপজেলার ৬ জন।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply