মালয়েশিয়ায় ভুয়া পাসপোর্ট-ভিসা তৈরির দায়ে ২ বাংলাদেশি আটক
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
-
৩৬৫
বার পড়া হয়েছে
64bangla tv
মালয়েশিয়ায় ভুয়া স্টিকারযুক্ত ভিসা ও জাল পাসপোর্ট তৈরির সিন্ডিকেটের সদস্য ২ বাংলাদেশিসহ বেশ কয়েকজন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
গত ২ মাস ধরে ইমিগ্রেশন বিভাগের গোয়েন্দা নজরদারিতে এই সিন্ডিকেটকে আটক করা হয়। এছাড়া গত ৯ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে কুয়ালালামপুরের ক্লাং ভেলি, সেলাঙ্গরের চেরাস আবাসিক ভবন ও জালান ক্লাং লামায় এসব এলাকায় অভিযান পরিচালনা করে জালিয়াতির কাজে জড়িত ২ জন বাংলাদেশিও একজন মঙ্গোলিয়ান নারী সদস্যকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ভুয়া ভিসা স্টিকারযুক্ত বিপুল পরিমাণ জাল ভিসাযুক্ত পাসপোর্ট, ল্যাপটপ, প্রিন্টার এবং নিশান ব্র্যান্ডের একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply